ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সিটির বিভিন্ন কেন্দ্রে ভোট শুরুর আগেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে নারী-পুরুষ ভোটাদের।
এদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে খুশি ভোটাররা। তারা বলেন, এবার ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই জাল ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।
হারবাইদ ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট নাজমুল ইসলাম নামে এক ভোটার ঢাকা টাইমসকে বলেন, ইভিএম পদ্ধতি খুবই সহজ। কম সময়ে ভোট দেওয়া যায়। সবচেয়ে বড় কথা এ পদ্ধতিতে জাল ভোট দেওয়ার সম্ভাবনা নেই। আমার ভোট দেওয়ার সময় আমার ছবি স্ক্রিনে দেখা গেছে। এ থেকে আমি বলতে পারি, আমার ভোটটি সঠিক হয়েছে।
হারেজ আলী উচচ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে দেলোয়ার হোসেন নামে আরও এক ভোটার বলেন, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। ভোট দেওয়ার সময় আমার ছবি স্ক্রিনে দেখতে পেয়েছি। আমি সত্যি খুবই আনন্দিত। সহজ পদ্ধতিতে ভোট প্রয়োগ করেছি।
পূবাইল কলেজ কেন্দ্রে আসা ভোটার নীলা আকতার ঢাকা টাইমসকে বলেন, মাত্র আধা মিনিটে আমার ভোট শেষ হয়েছে, এটা খুব ভালো। ভালো লাগছে সুষ্ঠু পরিবেশ দেখে।
আরও পড়ুন: কেন্দ্রে অনিয়ম: দ্রুত অ্যাকশনে যেতে নির্দেশ দিলেন ইসি রাশেদা
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ওই কেন্দ্রগুলোতে ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে।
(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

মন্তব্য করুন