কেন্দ্রে অনিয়ম: দ্রুত অ্যাকশনে যেতে নির্দেশ দিলেন ইসি রাশেদা

সিসি ক্যামেরায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় একটি কেন্দ্রে অনিয়ম দেখা গেলে দ্রুত সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা।
ফুটেজে অনিয়ম দেখা মাত্রই ইসি রাশেদা টেলিফোনে ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন’।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট পর্যবেক্ষণ শুরু হলে সাড়ে ৯টার দিকে একটি কেন্দ্রে এ অনিয়ম ধরা পড়ে।
তিনি বলেন, ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা একজন লোক বসে রয়েছেন। তিনি কারও কথাই শুনছেন না। বেরও হচ্ছেন না। এছাড়া ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন। এ বিষয়ে দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন।
এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাসহ চারজন কমিশনার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন। এসময় ১০০ নম্বর কেন্দ্রে সিসি ক্যামেরায় এমন অনিয়ম দেখেন ইসি রাশেদা।
আরও পড়ুন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, ভোট দিয়ে বললেন স্বতন্ত্র প্রার্থী রনি
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ওই কেন্দ্রগুলোতে ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে।
(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

মন্তব্য করুন