কেন্দ্রে অনিয়ম: দ্রুত অ্যাকশনে যেতে নির্দেশ দিলেন ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১১:৩৬
অ- অ+

সিসি ক্যামেরায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় একটি কেন্দ্রে অনিয়ম দেখা গেলে দ্রুত সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা।

ফুটেজে অনিয়ম দেখা মাত্রই ইসি রাশেদা টেলিফোনে ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন’।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট পর্যবেক্ষণ শুরু হলে সাড়ে ৯টার দিকে একটি কেন্দ্রে এ অনিয়ম ধরা পড়ে।

তিনি বলেন, ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা একজন লোক বসে রয়েছেন। তিনি কারও কথাই শুনছেন না। বেরও হচ্ছেন না। এছাড়া ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন। এ বিষয়ে দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন।

এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাসহ চারজন কমিশনার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন। এসময় ১০০ নম্বর কেন্দ্রে সিসি ক্যামেরায় এমন অনিয়ম দেখেন ইসি রাশেদা।

আরও পড়ুন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, ভোট দিয়ে বললেন স্বতন্ত্র প্রার্থী রনি

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ওই কেন্দ্রগুলোতে ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন 
যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা