কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, ভোট দিয়ে বললেন স্বতন্ত্র প্রার্থী রনি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহিনুর ইসলাম রনি। তার মার্কা হাতি। তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে। তবে এখন তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
বৃহস্পতিবার সকাল ৯টায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে রনি বলেন, কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো কিন্তু ভোটার উপস্থিতি কম। ভোট কেন্দ্রের পরিবেশ ঠিক আছে। আমি সন্তুষ্ট।
রনি অভিযোগ করে বলেন, যেহেতু তিনি একটি দলের (বিএনপি) হয়ে কাজ করছেন তাই বিভিন্ন বাধা-বিপত্তির সম্মুখীন হচ্ছেন। অনেক কেন্দ্রে তার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত পাঁচ দিন যাবত একটি গ্রেপ্তার আতঙ্ক চলছে।
আরও পড়ুন: ফিঙ্গার বিড়ম্বনায় আজমত উল্লাহর বড় ভাই
তিনি বলেন, কাশিমপুর কেন্দ্রে তার অনেক এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। টঙ্গীর একটা কেন্দ্রে এক নারী ভোটারকে ঢুকতে দেওয়া হয়নি।
(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

মন্তব্য করুন