নরসিংদীতে ছাত্রদলের সংঘর্ষ: মারা গেলেন গুলিবিদ্ধ আশরাফুলও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০২৩, ১৬:৩৬ | প্রকাশিত : ২৬ মে ২০২৩, ১২:৫৪
নিহত সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম (বাঁ থেকে)

নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফুল ইসলামও (২০) মারা গেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলিবিদ্ধ আরেক নেতা সাদেকুর রহমান (৩২) মারা যান।

আশরাফুল ইসলাম নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন>> সায়েন্স ল্যাবে পুলিশের সঙ্গে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় বিএনপির ৩৭ নেতাকর্মী গ্রেপ্তার

আরও পড়ুন>> বাড্ডার রেনু হত্যাকাণ্ড: সাক্ষীরা আসছে না, কবে শেষ হবে বিচার?

সাদেকুর রহমান জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকার বাসিন্দা।

তারা দুজন সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নরসিংদী শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল নরসিংদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আশরাফুল শুক্রবার সকালে মারা গেছেন। পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় নরসিংদী থেকে সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম নামের দুইজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন।

পদবঞ্চিত ছাত্রদল নেতারা জানান, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন।

কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের অপর গ্রুপের নেতাকর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৬মে/এমএইচ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :