জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৩:৩০| আপডেট : ২৯ মে ২০২৩, ১৪:১৩
অ- অ+

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সোমবার ড্যাব কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-দপ্তর সম্পাদক ডা. এস এম এ মাহবুবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সভাপতিত্ব করবেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

মেডিকেল ক্যাম্পে ড্যাবের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত থাকবেন।

(ঢাকাটাইমস/২৯মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা