বছরের সর্বোচ্চ লেনদেনের পরদিনই ডিএসইর সূচকে পতন

চলতি বছরে সর্বোচ্চ লেনদেন হয় রবিবার। এদিন সূচকেও ছিল উত্থান। এর পরদিনই সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর সূচকে পতন। কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে খবর, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।
সোমবার ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ পয়েন্টে।
সোমবার সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৪টির দর বেড়েছে, কমেছে ৫৭টির এবং ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(ঢাকাটাইমস/২৯মে/এজে)

মন্তব্য করুন