অ্যালেন স্বপন এবার রহস্যময় ওস্তাদ জামশেদ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৬:০৬| আপডেট : ২৯ মে ২০২৩, ১৬:০৭
অ- অ+

রোজার ঈদে দেশের একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটিতে নাম ভূমিকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে অভিনয় করে তাক লাগিয়ে দেন নাসির উদ্দিন খান। এবার সেই ওয়েব সিরিজের অ্যালেন স্বপন আসছেন ‘ওস্তাদ জামশেদ’ হয়ে। চরিত্রটা রহস্যময়।

আসছে কোরবানির ঈদে বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নাসির উদ্দিন অভিনীত নতুন সিনেমা ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমার জামশেদের ক্যারেক্টার লুক পোস্টার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সেই পোস্টারে গভীর জঙ্গলে তানপুরা হাতে সংগীতে মগ্ন ভিন্ন এক নাসিরের দেখা মিলেছে।

পোস্টারের আবহে খাঁচায় বন্দি কারও আবছায়া ছবি আর লাল রঙে লেখা ‘ওস্তাদ ওস্তাদই’ জানান দিচ্ছে প্রহেলিকাতে তার এই চরিত্রের বৈচিত্র্য।

প্রহেলিকায় উস্তাদ জামশেদ ভালো মানুষ নাকি এই ভালোর পেছনে রয়েছে অন্য গল্প? গান ছাড়াও কি প্রহেলিকায় তিনি অন্য ওস্তাদি দেখাবেন?

এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের আসন্ন কোরবানি ঈদে হলে গিয়েই ‘প্রহেলিকা’ দেখার আগাম আমন্ত্রণ জানালেন ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘প্রহেলিকার গল্প দেখে মুগ্ধ হবেন। আরও মুগ্ধ হবেন চরিত্রগুলোর অভিনয় দেখে।’

এ বিষয়ে অভিনেতা নাসির উদ্দিন বলেন, ‘ওস্তাদ জামশেদ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। চরিত্রটির আনন্দ-বেদনায় ডুবে গিয়ে আমাকে অভিনয় করতে হয়েছে। জামশেদ চরিত্রের সঙ্গে অন্য চরিত্রগুলোর সম্পর্কের টানাপড়েন আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। দর্শকরা আমাকে এই চরিত্রে এক অন্য আলোয় খুঁজে পাবেন।’

রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র। এটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। প্রযোজনা করেছেন জামাল হোসেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯মে/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা