২৪ ঘণ্টায় দেশে ১৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৮:৩৬| আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:৪৫
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৩০ জনে। তবে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

(ঢাকাটাইমস/২৭মে/পিআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি বছরে বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত
কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
দেশে ১৩৪ নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা