সুনামগঞ্জে জমির বিরোধে একজনকে ছুরিকাঘাতে হত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম নুর মিয়া।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার ধানুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।
হত্যার শিকার নুর মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ (ধানুয়াখালী গ্রামের) বাসিন্দা।
জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।
আরও পড়ুন: শেরপুরের তুলশীমালা পেল জি আই পণ্যের স্বীকৃতি
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের, বলেন হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া।
(ঢাকাটাইমস/৩০/এসএম)

মন্তব্য করুন