কোভিডকালীন হোটেলে খাওয়া: ৮ কোটি টাকা পরিশোধ করল ঢামেক হাসপাতাল

২০২৯ সালে কোভিডের সময়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদেরে আবাসিক হোটেলে থাকা খাওয়ার বিল বাবদ সাত কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে হোটেল মালিকদের কাছে বিলের টাকার চেক হস্তান্তর করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
এ সময়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, কোভিডের সময় বাংলাদেশের চেহারাই ভিন্ন রকম হয়ে গিয়েছিল। দেশের অবস্থা ছিল ভয়াবহ। যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় তা লেখা থাকবে।
হোটেল মালিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে হাসপাতালটির পরিচালক বলেন, কোভিডে লকডাউনের সময় চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের বাসায় ঢুকতে দেওয়া হতো না। তখন হোটেল মালিকদেরকে সহায়তায় হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। তখন কিছু বিল পরিশোধ করা হয়েছিল। বিভিন্ন কারণে কিছু বিল বকেয়া হয়ে গিয়েছিল। সেই বিলগুলো আজ পরিশোধ করা হলো।
এ সময়ে রহমানিয়া হোটেলের মালিক ইয়াহিয়া চৌধুরী বলেন, কোভিডের সময় সব আবাসিক ও খাবার হোটেল বন্ধ ছিল। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধে চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের রাখার ও খবারের ব্যবস্থা করা হয়। কিছু বিল আটকা পড়ে যায়। ভেবেছিলাম বিলগুলো পাওয়া যাবে না। কিন্তু ঢাকা মেডিকেলের পরিচালকের আন্তরিকতায় বিলগুলো পেয়েছি।
যেসব হোটেলের বিল পরিশোধ করা হলো— গুলশান লেকশোর, সুন্দরবন হোটেল, হোটেল উসমানি, হোটেল ল্যা-ভিঞ্চি, হোটেল কম্পাস ও হোটেল রহমানিয়া
চেকের টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ডিডি) ডা. খালেকুজ্জামান, হোটেলের মালিকেরাসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তারা এবং কর্মচারীরা।
ঢাকাটাইমস/৩০মে/এএ/ইএস

মন্তব্য করুন