মায়ের কবরের পাশে শায়িত হলেন নাট্যকার মোহন খান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মে ২০২৩, ১৬:২১ | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৬:০৮

সদ্য প্রয়াত জনপ্রিয় নাট্যকার মোহন খানকে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে বুধবার যোহরের নামাজ পর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন প্রয়াত নাট্যকার মোহন খানের ভাগ্নে তুষার খান।

মঙ্গলবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহন খান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানান আরেক নির্মাতা মোস্তফা কামাল রাজ।

এই নির্মাতা জানান, মোহন খানের মস্তিষ্কে টিউমার হয়েছিল। কিছু দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

ক্যারিয়ারে ৫ শতাধিক নাটক পরিচালনা করেছেন মোহন খান। রচনা করেছেন অন্তত ২ শতাধিক নাটক। তার লেখা সাড়া জাগানো নাটক ‘তিতির’ ও ‘শঙ্খচিল’ প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।

দেশের নাট্য অঙ্গনে মোহন খানের বিচরণ তিন দশকের বেশি সময়ের। তিনি ১৯৮৮ সাল থেকে নাটক নির্মাণ করেন। সবশেষ তিনি নাটক নির্মাণের পাশাপাশি এটিএন বাংলায় অনুষ্ঠান বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

(ঢাকাটাইমস/৩১মে/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :