বুধবার শেয়ার লেনদেনের শীর্ষে বসুন্ধরা পেপার

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে খবর, কোম্পানিটি বুধবার ৫০ কোটি ৫৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকার।
৩৭ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
(ঢাকাটাইমস/৩১মে/এজে)

মন্তব্য করুন