মিথ্যা মামলার দায়ে বাদীর বিরুদ্ধে বিচারকের মামলা

সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদী রিংকু দাসকে জরিমানা করার পাশাপাশি বিচারক নিজেই বাদী হয়ে জালিয়াতির মামলা করেছেন।
বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী জজ আদালতে জাল দলিল দাখিল করে মিথ্যা মামলা করায় মামলার বাদী রিংকু দাসকে ২০ হাজার টাকা জরিমানা ও ফৌজদারি আদালতে জালিয়াতির এ মামলা করা হয়। রিংকু দাসের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার প্যারীনগর গ্রামে।
বুধবার দুপুরে সহকারী জজ আদালত বিশ্বম্ভরপুরের বিচারক মো. আরিফুর রহমান এই রায় দেন। পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন তিনি।
বিশ্বম্ভরপুরের সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়,বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতে রিংকু দাস বাদী হয়ে একই উপজেলার বাসিন্দা আসমত খান গংয়ের বিরুদ্ধে ২০১৭ সালে একটি মামলা করেন। সেই মামলায় তিনি তিনটি দলিল আদালতে দাখিল করে বিবাদীদের বিরুদ্ধে নালিশা ভূমিতে স্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা কালে বিচারকের কাছে তিনটি দলিলের মধ্যে একটি দলিল ভুয়া,জাল এবং আরেকটি দলিল ঘষা-মাজা করে টেম্পারিং করা হয়েছে বলে প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ করে বাদিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে আদালতে জাল দলিল দাখিল করায় বিচারক মো. আরিফুর রহমান নিজে বাদী হয়ে মিথ্যা মামলার বাদী রিংকু দাসের বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর আমলি আদালত) জালিয়াতির মামলা করেন।
(ঢাকাটাইমস/১জুন/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

পাংশায় যাতায়াতের পথে বেড়া দেয়ার প্রতিবাদ করায় হামলা

বগুড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ

চাঁদপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ একজন আটক

উপকূলের শতাধিক পরিবার আশ্রয় নিয়ে শঙ্কা

দর্শনায় তিন পণ্যে সরকারের বেঁধে দেওয়া মূল্য কার্যকর হয়নি ৭ দিনেও

রাজবাড়ীতে ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর

শ্রীমঙ্গলে অভিযানে নকল চাপাতা জব্দ
