ভারতে ট্রেন দুর্ঘটনা: তথ্য পেতে বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর

ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় বাংলাদেশিদের তথ্য পেতে একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর চালু করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। যেহেতু চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। তাই ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে বলে এই নম্বর চালু করা হয়েছে।
শুক্রবার মধ্য রাতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।
কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৯০০ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। তাই দুর্ঘটনার পর ভারতের রেল কর্তৃপক্ষ ও উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
শুক্রবার (২ মে) সন্ধ্যায় কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে উড়িষ্যায় ভয়াবহ ওই রেল দুর্ঘটনা ঘটে। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন।
ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, চেন্নাইগামী করমন্ডল ট্রেনটির কয়েকটি বগি বালেশ্বর এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। এ সময় পাশের এই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে আসছিল কলকাতাগামী একটি ট্রেন। ট্রেনটি এসে করমন্ডলের পড়ে যাওয়া বগিগুলোতে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় করমন্ডলের ৩০টি বগি আর অপর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
ঢাকাটাইমস/০৩জুন/ইএস
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

সম্পর্ক মজবুত করতে চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াবে সৌদি

কানাডিয়ানদের জন্য ভিসা বন্ধ করল ভারত

ইউক্রেনকে আর অস্ত্র দেবে না পোল্যান্ড

ভারতে কানাডার নাগরিকদের ভ্রমণ সতর্কতা

জাতিসংঘে জেলেনস্কির ভাষণ: রুশ আগ্রাসন বন্ধ করতে বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ল ১ মিলিয়ন ক্রাউন

শিখ নেতার মৃত্যুতে ‘ভূমিকা’: কানাডার অভিযোগ ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ ভারতের

শিখ নেতা হরদীপ হত্যায় ভারত সরকারের হাত থাকতে পারে: ট্রুডো
