চাঁদপুরে কৃষ্ণচূড়ার আভায় বাতাসে ছড়াচ্ছে মুগ্ধতা

শওকত আলী, চাঁদপুর
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৪:০১| আপডেট : ০৪ জুন ২০২৩, ১৮:৪৫
অ- অ+

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কৃষ্ণচূড়ার রক্তিম দৃশ্য ও আভায় বাতাসে ছড়াচ্ছে মুগ্ধতা ও খুশভূ। এ জেলার কচুয়ার পথে প্রান্তরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুগ্ধতা ও খুশভূ ছড়াচ্ছে রক্তিম কৃষ্ণচূড়ার ফুলে।

তপ্ত গ্রীস্মে প্রকৃতি যখন প্রখর রোদে পুড়তে শুরু করে, কৃষ্ণচূড়া তখন জানিয়ে দেয় তার আগমনবার্তা। লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের আগমনে নয়নাভিরাম সাজে সেজেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। গাঢ় লাল আর হলুদ রঙের ফুলে ছেয়ে গেছে পুরো কৃষ্ণচূড়ার গাছগুলো।

তবে কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাসের কাছে যেন ফিকে হয়ে যায় অন্য সব ফুলের সৌন্দর্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই প্রবেশ করলেই বিভিন্ন স্থানে দেখা যায় কৃষ্ণচূড়ার গছে গাছে শুধু রক্তিম দৃশ্য।

পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া আক্তার রিম, সৃষ্টি চৌধুরী ও হুমায়ারা জান্নাতসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, কৃষ্ণচূড়া গাছ একটি প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। আমাদের বিদ্যালয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই গাছগুলো। আমরা প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করে থাকি। আর সেই ফুল মন কেড়ে নিচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমীদের। শস্য-শ্যামলা আর সবুজে ঘেরা বাংলার রূপ, এই রূপকে আরও নতুন করে রূপ দিচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। আমরা উপভোগ করছি কৃষ্ণচূড়ার ছড়িয়ে দেওয়া সৌন্দর্য।

পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুজন চৌধুরী, আব্দুর রহমান, শ্রিপা রানীসহ একাধিক শিক্ষকরা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে কীভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় এ প্রয়াস আমাদের সব সময় আছে থাকবে। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গায় নানা প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। তার মধ্যে কৃষ্ণচূড়া অন্যতম। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরাও ছুটে আসে শিক্ষাপ্রতিষ্ঠানের এ গাছের নীচের ছায়ার তলে।

(ঢাকাটাইমস/০৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা