সিরিজ জিততে আফগানদের দরকার ৩২৪ রান
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২৩ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে হলে আফগানদের তুলতে হবে ৩২৪ রান।
হাম্বানতোতায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা দাসুন শানাক। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় স্বাগতিকদের। ওপেনিং জুটিতে আসে ৮২ রান। ৫৬ বলে ৪৩ রানে আউট হন পাথুম নিশানকা। অন্যদিকে ফিফটি পূরণের পর ৫১ রানে থেমেছে দিমুথ করুনারত্নে।
তৃতীয় উইকেট জুটিতে সামারাবিক্রমা ও কুশল মেন্ডিস মিলে গড়েছেন ৮৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ৪৬ বলে ৪৪ রান করেন সাদেরা সামারাবিক্রমা। আর কুশল মেন্ডিস ফিফটি পূরণের পর থেমেছেন ৭৫ বলে ৭৮ রানে। এছাড়া চারিথ আশালাঙ্কা ৬ ও দলনেতা শানাকা ২৩ রান করেন।
আর শেষদিকে ধনঞ্জয়া ডি সিলভা ২৪ বলে ২৯ রানে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
(ঢাকাটাইমস/০৪জুন/এমএম)