সিরিজ জিততে আফগানদের দরকার ৩২৪ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৫:৩১
অ- অ+

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২৩ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে হলে আফগানদের তুলতে হবে ৩২৪ রান।

হাম্বানতোতায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা দাসুন শানাক। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় স্বাগতিকদের। ওপেনিং জুটিতে আসে ৮২ রান। ৫৬ বলে ৪৩ রানে আউট হন পাথুম নিশানকা। অন্যদিকে ফিফটি পূরণের পর ৫১ রানে থেমেছে দিমুথ করুনারত্নে।

তৃতীয় উইকেট জুটিতে সামারাবিক্রমা ও কুশল মেন্ডিস মিলে গড়েছেন ৮৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ৪৬ বলে ৪৪ রান করেন সাদেরা সামারাবিক্রমা। আর কুশল মেন্ডিস ফিফটি পূরণের পর থেমেছেন ৭৫ বলে ৭৮ রানে। এছাড়া চারিথ আশালাঙ্কা ৬ ও দলনেতা শানাকা ২৩ রান করেন।

আর শেষদিকে ধনঞ্জয়া ডি সিলভা ২৪ বলে ২৯ রানে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা