মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মিরপুর ‘ফার্নিচার ঈদ উৎসব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৯:৪৮
অ- অ+

মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল আজহার আগের রাত পর্যন্ত বেগম রোকেয়া সরণি মিরপুরস্থ সকল ফার্নিচার শোরুমে আয়োজিত হচ্ছে 'মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩'।

শনিবার অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে জানান বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল। তিনি আরও জানান, আগামী ৬ই জুন আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব মো. ইলিয়াস সরকার এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।

অনলাইন কনফারেন্স থেকে আরো জানা যায়, স্বনামধন্য ফার্নিচার প্রতিষ্ঠান unহাতিল, আখতার, নাভানা, নাদিয়াসহ প্রায় ১০০টি প্রতিষ্ঠানের শোরুমে ইদ উৎসব চলমান থাকবে। উৎসবে ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সর্বমোট ৪০ লাখ টাকার পুরস্কার-সহ থাকছে স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত নগদ মূল্য ছাড়। এছাড়াও থাকছে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ পুরস্কার পাওয়ার সুযোগ।

করোনা মহামারীর পর দেশীয় ফার্নিচার ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে এবং ক্রেতাদের ভিড় বাড়িয়ে ব্যবসায়িক পরিস্থিতি শিথিল করার উদ্দেশ্যে 'মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা