তীব্র গরমে প্রাণ জুড়াচ্ছে ঠান্ডা পানীয়? বিপদও কিন্তু কম নয়

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে একটু পরপরই। সেই তৃষ্ণা মেটাতে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে খান অনেকেই। তাতে সাময়িক আরামও পাওয়া যায়। অনেকে আবার বাইরের বরফ মেশানো ঠান্ডা লেবু পানি বা অন্য কোনো কোল্ড ড্রিংকস দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছেন।
কিন্তু জেনে রাখা ভালো, প্রাণ জুড়ানোর পাশাপাশি এই ঠান্ডা পানীয়গুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে বড় রোগের আশঙ্কা। কারণ পানীয়গুলোতে চিনির মাত্রা অনেকটাই বেশি। দেখা গেছে, প্রতি ২০০ মিলিলিটার পানীয়তে চিনির পরিমাণ প্রায় ২৫ গ্রাম।
একটা পানীয়ই এত পরিমাণ ক্যালোরি জোগায় শরীরে। ফলে সারাদিন অন্যান্য খাবার খেতে থাকলে আরও ক্যালোরি জমতে থাকে শরীরে। বিপদ ডেকে আনে এই অতিরিক্ত ক্যালোরিই। আরেক কালপ্রিট নোনতা পানীয়। এর মধ্যে থাকা লবণের পরিমাণও শরীরের জন্য বিপজ্জনক।
অতিরিক্ত ক্যালোরি থেকে ডায়াবেটিসের আশঙ্কা যেমন রয়েছে, তেমনই রয়েছে ওজন বেড়ে যাওয়ার ভয়। অন্যদিকে বেশি ক্যালোরি লিভারের উপরেও চাপ সৃষ্টি করে। ফলে লিভারের রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
অন্যদিকে আমাদের শরীরে প্রতিদিন একটি নির্দিষ্ট মাত্রার সোডিয়াম জরুরি। এর বেশি সোডিয়াম শরীরে প্রবেশ করলে রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া হার্টের গুরুতর রোগ হওয়ার আশঙ্কাও থাকে। তাই গরমে যতই গলা শুকিয়ে কাঠ হোক, চিনি ও লবণযুক্ত ঠান্ডা পানীয় মুখে না তোলাই ভালো।
(ঢাকাটাইমস/৫জুন/এজে)
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

এক দিনে ডেঙ্গুতে আটজনের মৃত্যু, নতুন রোগী ১৭৯৩

ক্যানসার আর ডায়াবেটিসের যম বেদানা! হার্ট-কিডনিও থাকে ভালো

এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৯, নতুন রোগী ২৩৫৭

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

২০২২ সালে সাড়ে চার লাখের বেশি রোগী বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেয়েছে

ডায়াবেটিসের মহৌষধ ডাঁটা! কমে হাই প্রেসারসহ নানা রোগের বাড়বাড়ন্ত

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৫০

এই বর্ষায় জ্বর-সর্দি-কাশি থেকে শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে

বেশি লাভের আশায় কাঁচা ডিম খাচ্ছেন? কী মারাত্মক ক্ষতি হচ্ছে জানুন
