পথ হারিয়ে লাউয়াছড়ার গহীন জঙ্গলে, উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ২১:০৮
অ- অ+

মৌলভীবাজার শ্রীমঙ্গল লাউয়াছড়া গহীন জঙ্গলে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ ফোন কল পেয়ে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৫ জুন দুপুরে শাহবাজ বিন আজমাত এবং ইয়ালিদুজ্জামান ঢাকা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে যান। এদিন তারা লাউয়াছড়া জঙ্গলে কোনো গাইড না নিয়ে তিন ঘণ্টার ট্রেইল ধরে এগুতে থাকেন। কিন্তু ফেরার পথে রাস্তা হারিয়ে গহীন জঙ্গলের প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে চলে যান। তখন একটি টিলাতে উঠে '৯৯৯'-এ ফোনদেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় কমলগঞ্জ থানা, বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালানো হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়।

জানা যায়, তারা ঘটনার দিন ঢাকা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন এবং বৃষ্টি বিলাশ রিসোর্টে রাত্রি যাপন করেন। পরবর্তীতে তাদেরকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/০৬জুন/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক বাড়ি ও দোকানপাট ভাঙচুর
প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে: রিজভী 
ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা, ভেঙেছে মুহুরী নদীর বাঁধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা