কুড়িগ্রামে কি‌শো‌রের হা‌তে স্কুলশিক্ষার্থী খুন

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৬:১৭

কু‌ড়িগ্রাম সদ‌র উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলশিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় অ‌ভিযুক্ত এক কি‌শোর‌কে (১৬) আটক ক‌রে‌ থানায় নেওয়া হ‌য়ে‌ছে।

বুধবার ভো‌রে উপজেলার বেলগাছা ইউ‌নিয়‌ন ৬ নম্বর ওয়া‌র্ডের বেলগাছা গ্রামে এ ঘটনা ঘ‌টে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এম আর সাঈদ ও বেলগাছা ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান লিটন মিয়া এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত শিশুর নাম সি‌মিত চন্দ্র (১২)। সে ওই গ্রা‌মের মা‌নিক চন্দ্রের ছে‌লে।

অ‌ভিযুক্ত কি‌শো‌র (১৬) একই গ্রা‌মের প্রদীপ‌ চন্দ্রে (দ‌র্জি) ছে‌লে। এ ঘটনায় অ‌ভিযুক্ত কি‌শোরের বড় ভাই ও বাবা‌কে থানায় নিরাপত্তা হেফাজতে নি‌য়ে‌ছে পু‌লিশ।

চেয়ারম‌্যান লিটন মিয়া জানান, মঙ্গলবার রা‌তে স্থানীয় হিন্দু সম্প্রদা‌য়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখ‌তে যায় সি‌মিত ও তার বড় ভাই। সি‌মিত‌কে অনুষ্ঠানস্থ‌লে রে‌খে বা‌ড়ি‌তে ফে‌রে তার বড় ভাই। প‌রে অনুষ্ঠা‌ন থে‌কে ফেরার প‌থে সি‌মিতের সা‌থে অ‌ভিযুক্ত কি‌শো‌রের কথা কাটাকা‌টি হয়। এ ঘটনায় সি‌মিত‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা ক‌রে ওই কি‌শোর‌। প‌রে তা‌দের এক‌টি প‌রিত‌্যক্ত বা‌ড়ি‌র পেছ‌নের গ‌র্তে সি‌মি‌তের মর‌দেহ পু‌তে রা‌খে। অনুষ্ঠান শে‌ষে সি‌মিত বা‌ড়ি‌তে না ফির‌লে স্বজনরা তা খোঁ‌জে বের হয়। তারা এ বিষ‌য়ে কি‌শোরকে জিজ্ঞাসা কর‌লে সে অসংলগ্ন আচরণ ক‌রে। প‌রে তার বাবা প্রদীপ চন্দ্র তা‌দের প‌রিত‌্যক্ত বা‌ড়ির পেছ‌নের এক‌টি গ‌র্তে সি‌মি‌তের মর‌দেহ দে‌খি‌য়ে দেন। বুধবার ভো‌রে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রে।

স্থানীয়‌দের বরা‌তে চেয়ারম‌্যান ব‌লেন, সম্ভবত সি‌মিত‌কে হত‌্যার পর নিরুপায় হ‌য়ে ওই কি‌শোর তার বাবা‌কে ঘটনা ব‌লে‌ছিল। প‌রে বাবা ছে‌লে মি‌লে শিশু‌টির মর‌দেহ গ‌র্তে পু‌তে রাখার চেষ্টা ক‌রে‌ থাক‌তে পা‌রে। ত‌বে পু‌লিশ তদন্ত ক‌রে প্রকৃত ঘটনা জান‌তে পার‌বে।

আটক কি‌শো‌রের 'স্বীকা‌রো‌ক্তির' বরা‌তে সদর থানার ও‌সি এম আর সাঈদ ব‌লেন, অ‌ভিযুক্ত কি‌শোরের সা‌থে এক‌টি মে‌য়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মে‌য়ে‌টির অন‌্যত্র বি‌য়ে হ‌য়ে গে‌ছে। এ নি‌য়ে সি‌মিতসহ অ‌নে‌কেই ওই কি‌শো‌রকে খোঁচা দিত। গত রা‌তে সি‌মিত ওই কি‌শো‌রের সা‌থে এ নি‌য়ে আবারও খোঁচা দি‌লে ‌সে সি‌মিতের গলা বগলদাবা ক‌রে ধ‌রে। এ‌তে শ্বাসরোধ হ‌য়ে সিমিত মারা যায়।

ও‌সি ব‌লেন, অ‌ভিযুক্ত কি‌শোর প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে ঘটনা স্বীকার ক‌রে‌ছে। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য পাঠা‌নো হ‌চ্ছে।

কিশো‌রের বাবার জ‌ড়িত থাকার প্রশ্নে ও‌সি ব‌লেন, জিজ্ঞাসাবা‌দে তার বাবার জ‌ড়িত থাকার তথ‌্য পাওয়া যায়‌নি। আমরা তা‌দের নিরাপত্তা হেফাজ‌তে নি‌য়ে‌ছি। ভুক্ত‌ভোগী প‌রিবা‌রের ‌লি‌খিত অ‌ভি‌যোগ পে‌লে পরবর্তী আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

(ঢাকাটাইমস/০৭জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আলফাডাঙ্গায় ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আ.লীগ সভাপতি আটক

বেনাপোল বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ 

লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

২০১৪ সালে আখাউড়ায় ভোটকেন্দ্রে হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে মামলা 

শরীয়তপুরে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

বৈষম্যবিরোধী আন্দোলন: রিয়াদে আটকাদেশ শেষ হলেও কারাগারে বন্দি রেমিটেন্স যোদ্ধা মেহেদী

এই বিভাগের সব খবর

শিরোনাম :