ইউআইটিএসের সেমিনার

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ার তাগিদ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৮:৩৮| আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮:৫১
অ- অ+

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বলেন, ‘উন্নত দেশ গড়তে কর্মদক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক ঊর্ধ্বমূখীতার সঙ্গে সামঞ্জস্যতা রাখতে মানবসম্পদের কর্মদক্ষতার উন্নয়ন করতে হবে।’

বুধবার সকাল সাড়ে ৯টায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) এক সেমিনারে অধ্যাপক আবু তাহের এসব বলেন। বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারের রিসোর্স পারসন ও মূল বক্তা ছিলেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের এমনভাবে শিক্ষা কারিকুলাম সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই উন্নত কর্মসংস্থানের দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান মো. ইয়াহিন হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ইউআইটিএসের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাঈদ পারভেজ, মেহনাজ আখতার, জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুকসহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।

সেমিনার শেষে অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সম্মাননা স্মারক দেওয়া হয়। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/০৭জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা