বিবিসির প্রতিবেদন

বার্সা-আল হিলাল নয়, ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০২৩, ২১:০৫ | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ২০:৫৯

সৌদি আরবের ক্লাব আল হিলাল কিংবা স্প্যানিশ ক্লাব বার্সেলোনা নয়, সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যাচ্ছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। ফলে এটিই হচ্ছে মেসির প্রথমবারের মতো ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাওয়া।

বুধবার বিবিসি, গোল ডটকম এক প্রতিবেদনে এতথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইন্টার মিয়ামিতে চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সঙ্গে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে বিশ্বখ্যাত স্পোর্টস পণ্য তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি।

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। এখন পরবর্তী গন্তব্য ইন্টার মিয়ামি হলেও মেসি অবশ্য ইউরোপে আরও একটি মৌসুম কাটাতে চেয়েছিলেন। কিন্তু ইউরোপের কোনো ক্লাব থেকে সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।

বিবিসি জানায়, বেশ কিছু যৌক্তিক কারণ বিবেচনা করেই আমেরিকার ক্লাবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। আমেরিকাতে নিজস্ব বাড়ি রয়েছে মেসির, পাশাপাশি সেখানকার লাইফস্টাইলও মানানসই মেসিদের সঙ্গে। তাছাড়া লিওনেল মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। অন্যদিকে বার্সেলোনার আর্থিক অবস্থাও ভালো নয়। তাই আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ২১ বছরে ৩৫টি শিরোপা জিতেছিলেন মেসি। বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি।

ঢাকাটাইমস/০৭জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সাবেক ভারতীয় ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান

নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে পাকিস্তান: নাসের হোসাইন

এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান!

প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ

মাহমুদউল্লাহর ‘সেকেন্ড হোম’ ভারত, কোনো ‘মন্তব্য’ নেই সাকিবের

রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের জয়

বাটলারের পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় নেই বিরাট কোহলি

হারলেও ইংল্যান্ড ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে: নাজমুল শান্ত

সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

৩৭ ওভারে ১৯৭ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :