নোয়াখালীতে বজ্রপাতে নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৪:২৪| আপডেট : ০৮ জুন ২০২৩, ১৫:০৭
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জান্নাত বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার ব্যবহৃত ছাতাটি পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত বেগম উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আমিনুল হক গ্রামের আবুল কালামের স্ত্রী। চার মেয়ে ও এক ছেলের জননী তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে ৪-৫টি গরু নিয়ে পার্শ্ববর্তী মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসেন জান্নাত বেগম। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়, এর কিছুক্ষণ পর মাঠে থাকা গরু আনতে বাড়ি থেকে একটি ছাতা নিয়ে বের হয়ে মাঠে যান জান্নাত বেগম। মাঠ থেকে গরুগুলো নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎ করে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

চরজব্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে জান্নাত বেগমের মাথার ওপর থাকা ছাতাটির পুড়ে যায়। মাথাসহ তার শরীরের উপরের অংশ পুড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা