নিহত আফগান মন্ত্রীর জানাজায় ফের আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৯:৪২
অ- অ+

আত্মঘাতী বোমা হামলায় নিহত আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রাদেশিক গভর্নরের জানাজায় বৃহস্পতিবার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

এর আগে মঙ্গলবার ওই গভর্নর গাড়ি বোমা হামলায় নিহ হন।

বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদে নিসার আহমেদ আহমাদির জানাজায় ঘটে যাওয়া বিস্ফোরণ সম্পর্কে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আইইএ-এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শত্রুদের এই বর্বরতার নিন্দা জানায়।’

২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে নিরাপত্তা নাটকীয়ভাবে উন্নত হয়েছে, মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং তাদের দুই দশকের বিদ্রোহের অবসান ঘটিয়েছে। কিন্তু ইসলামিক স্টেট গ্রুপ এখনো হুমকি হিসেবে রয়ে গেছে।

আইএস মঙ্গলবার আহমাদির হত্যার দায় স্বীকার করে নেয়। ওই হামলায় আহমাদির ড্রাইভারও নিহত এবং আরও ছয়জন আহত হয়।

বৃহস্পতিবারের বিস্ফোরণটি ফৈজাবাদের নবাভি মসজিদে ঘটেছিল। সেখানেই আহমদীর জানাজা অনুষ্ঠিত হচ্ছিল।

(ঢাকাটাইমস/৮জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা