মাদারীপুরে সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ ভাই গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ২৩:৩৬
অ- অ+

মাদারীপুরে চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ বছর পলাতক দুইভাইকে নারায়ণগঞ্জে থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকা থেকে মিজানুর রহমান (৪২) ও শাহীন হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররকৃত দণ্ডপ্রাপ্তরা মাদারীপুরের শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে। এ নিয়ে দন্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে খালেক হাওলাদার (৩৫) এখনো পলাতক।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সম্পত্তি নিয়ে দ্ব›েদ্বর জেরে ২০১৩ সালের ৮ই আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচরের সিদ্দিক মলি­কের ছেলে সোহেল মলি­ককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অপরাধীরা। এই ঘটনার পরদিন নিহতের পিতা ছিদ্দিক মলি­ক (৬৫) বাদী হয়ে শিবচর থানায় ৪জনের নাম উলে­খসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৪ মে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ ৪ জনকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেপ্তারের পর জামিন নিয়ে ৯ বছর পলাতক ছিল আসামিরা। পরে র‌্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় মিজানুর রহমান ও শাহীন হাওলাদারকে। দণ্ডপ্রাপ্ত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এর আগে গত ১৪ মে মামলার অপর আসামি বেলায়েত খাঁয়ের ছেলে আলআমিন খাঁকে (২৭) রাজধানী ঢাকার যাত্রবাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এখনো পলাতক রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খালেক হাওলাদার।

(ঢাকাটাইমস/৮জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা