মন্ত্রীর জামাতা আসবেন, বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দিতে মন্ত্রণালয়ের নোটিশ জারি

দুবাই থেকে দেশে আসবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর জামাতা। সেই জামাতাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশনসহ অন্যান্য প্রটোকল দেওয়ার জন্য নোটিশ জারি করেছে মন্ত্রণালয়।
গত ৬ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়। পরে ৭ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককে চিঠিটি পাঠানো হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন>>কী মধু বসিলা পশুরহাটে? ৪০ লাখের হাট ৩ কোটিতে কারা বাগিয়ে নিলেন?
মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব ড. অমিতাভ চক্রবর্ত্তী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের মেয়ের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমান ৯ জুন (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে (ইকে ৫৮৬) দুবাই থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন।
তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ মন্ত্রীর প্রটোকল অফিসার মশিউর রহমানকে কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশন এবং বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের জন্য বোর্ডিং ব্রিজ পাস দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রটোকল কর্মকর্তা বিধি মোতাবেক ভাতা পাবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহারের জন্য পৃথক লাউঞ্জ রয়েছে, যাকে ভিআইপি লাউঞ্জ বলা হয়। ভিআইপি লাউঞ্জ কারা ব্যবহার করতে পারবেন এমন একটি স্পষ্ট নির্দেশনা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষের।
(ঢাকাটাইমস/০৯জুন/কেআর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন জাকিয়া সুলতানা

প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকাবাইচ আয়োজন বিআইডব্লিউটিএর

ডিএমপি কমিশনারের দুই স্টাফ অফিসারসহ ছয় এডিসিকে বদলি

‘নির্বাচনের আগে’ পদোন্নতি পেতে আইজিপির সঙ্গে বৈঠকে পুলিশের দুই ব্যাচ

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের মেয়াদ বাড়ছে, চূড়ান্ত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক ও হেল্পলাইনের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি

ডিএমপি কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন

ভিসা নিষেধাজ্ঞায় পুলিশের কাদের নাম আছে পায়নি ডিএমপি
