সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৭:১৩
অ- অ+

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলায় ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় মাদকের পরিবহনে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার জেলার কোতয়ালী থানার মো. শাহজাহানের ছেলে জুম্মন (২৯) ও হুমায়ুনের ছেলে মো. ইকবাল (৩৫)।

এর আগে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড সংলগ্ন বন্ধু বাস কাউন্টারের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারিদের জিজ্ঞেসাবাদে তারা জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন অভিনব কৌশলে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। মাদকের পরিবহনে তারা পিক-আপ ভ্যান ব্যবহার করে থাকে। পণ্য সামগ্রীর আড়ালে মাদকের পরিবহনই তাদের মূল পেশা।

আসামিদের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাব।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা