প্রধানমন্ত্রীর সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে দেশ।
তিনি বলেন, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলঙ্কা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানি ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে। সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি।
শুক্রবার নাটোরের সিংড়া উপজেলা অডিটরিয়ামে ২২ জন ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও থেলাসেমিয়া রোগে আক্রান্ত রোগী এবং আগুনে ও পানিতে ডুবে মৃত্যুবরণকারী শিশুর পরিবারসহ অসুস্থ ব্যক্তির সুচিকিৎসার জন্য ১২ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নৌকা হচ্ছে দেশের উন্নয়ন ও সুশাসনের প্রতীক। গত ১৪ বছর আওয়ামী লীগ একাধারে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/১৬জুন/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন

ফরিদপুরের চারটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৬ জন

মৌলভীবাজারের ৪ আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল

মাদারীপুর-৩ আসনে নির্বাচনি যুদ্ধে নামলেন কণ্ঠশিল্পী নকুল কুমার

চট্টগ্রাম-১৫: স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে ঝাঁডু মিছিল

রাজবাড়ী-২: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নূরে আলম সিদ্দিকী

বগুড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম ১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব

নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন খোকা, কায়সারসহ ১০ জন
