সুবর্ণচরে পিকআপ চাপায় শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৩, ১৪:৪৮| আপডেট : ১৭ জুন ২০২৩, ১৫:৩৯
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে পিকআপ চাপায় আশিক হোসেন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পিকআপসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার সকাল ১০টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের চরবাটা ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন হাতিয়া উপজেলার আফাজিয়া গ্রামের পূর্ব আজিমনগরের আশ্রাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাতিয়ার আফাজিয়া থেকে তার দাদার সঙ্গে সুবর্ণচরের ভূইয়ারহাট বাজার এলাকায় আসে শিশু আশিক। সকাল ১০টার দিকে পায়ে হেঁটে দাদার সঙ্গে ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজটি পার হচ্ছিলো। এসময় সুবর্ণচর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপ পেছন থেকে আশিককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।

পরে উপস্থিত লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে চালকসহ পিকআপটি আটক করে চরজব্বার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। চালকসহ গাড়িটি আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৭জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা