আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর জামিন আবেদন ফেরত হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:০২ | প্রকাশিত : ২১ জুন ২০২৩, ১৭:০০

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম সিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি খন্দকার দীলিরুজ্জামানের বেঞ্চ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কার্যতালিকা থেকে ফেরত দেন।

মামলায় আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

ডেপুটি অ্যার্টনি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর জামিন শুনানি শেষে হাইকোর্ট জামিন দিতে অপারগতা জানিয়ে জামিন আবেদন ফেরত দেন।

গ্রাহকদের ৪২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৮ জুন আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্প্রতি রাজধানীর বনানী থানায় এ মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এসপি) আল মামুন।

মামলায় অপরাধমূলক কর্মকাণ্ডে আলেশা মার্টের সহযোগী হিসেবে মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরীকেও আসামি করেছে সিআইডি। এ ছাড়া আসামির তালিকায় নাম রয়েছে আবুল কাশেম নামে এক ব্যক্তি এবং এস কে ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক আল মামুনের।

আলেশা মার্টের পক্ষে কম মূল্যে পণ্য কেনার প্রচারণা চালিয়েছে এস কে ট্রেডার্স। আর প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেমকে ১০০ কোটি টাকা দিয়েছেন মঞ্জুর আলম। প্রস্তাবিত ব্যাংকটির পরিচালক হতে আলেশা মার্টের চেয়ারম্যান এই টাকা দেন।

(ঢাকাটাইমস/২১জুন/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

হেফাজতে নারীর মৃত্যু: র‌্যাব-১৪ অধিনায়ককে সরানো হচ্ছে?

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :