আলফাডাঙ্গার গোপালপুরে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ জুন ২০২৩, ১১:৩৩ | প্রকাশিত : ২৪ জুন ২০২৩, ০০:০২

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকালে দিবসটি উপলক্ষে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোপালপুর বাজারে দলীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।

র‌্যালিটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী মিয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে। আজকে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়কর রোল মডেল।

বক্তারা আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ আলফাডাঙ্গা উপজেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ইউনিট। কারণ গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের নেতৃত্বে বিভিন্ন দলীয় কর্মসূচি পালনে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

(ঢাকাটাইমস/২৪জুন/এমআই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :