নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
নীলফামারী ডোমারে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মিনারুল ইসলাম (১৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারুল ইসলাম উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের শমসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, এদিন সকালে ট্রেনের একটি ইঞ্জিন বোড়াগাড়ীর প্রধানপাড়া এলাকায় পৌঁছালে মিনারুল তা দেখে দ্রুত রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০জুন/এসএম)
মন্তব্য করুন