কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাকেলে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাহিম ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
শিশুটির মামা আলামিন বলেন, বিদ্যুতের তার ছিড়ে দুলাভাই আতাউর রহমানের শয়ন ঘর বিদ্যুৎতায়িত হয়। ওই ঘরে থাকা একটি বাইসাইকেল নিতে গিয়ে শিশু মাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
আরও পড়ুন: প্রেমের টানে মালয়েশিয়ার কন্যা নোয়াখালীতে
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১জুলাই/এসএম)

মন্তব্য করুন