তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫:৫৭ | প্রকাশিত : ০২ জুলাই ২০২৩, ১৪:৪৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় আগুন লেগে জাহাজে থাকা পাঁচজন কর্মচারী দগ্ধ হয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন চার জন। তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

দুর্ঘটনার একদিন পর রবিবার সকাল ১০টা থেকে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধার কর্মীরা। এছাড়া নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজ পেতে সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন।

এর আগে শনিবার দুপুর ২টার দিকে নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবারই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাদেরকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন।

অপরদিকে দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ইতোমধ্যে ১১ লাখ লিটার তেলের মধ্যে চার লাখ লিটার পেট্রোল ও ডিজেল সরিয়ে ডিপুতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে তেলের ডিপুতে তেল খালাস করার জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে শনিবার দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।

আগুনে দগ্ধরা হলেন- কর্মচারী শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এ ছাড়া একজন বাবুর্চিও রয়েছেন। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ কোস্টগার্ড অপারেশন অফিসার লে. মো. শাফায়েত বলেন, বিস্ফোরিত জাহাজের নিখোঁজদের সন্ধানে বরিশাল থেকে ঝালকাঠি পর্যন্ত বিস্তৃত এলাকায় উদ্ধার অভিযান চললেও এখনো পর্যন্ত কারো সন্ধান পাওয়া যায়নি। তবে জাহাজে বহন করা বিপুল জ্বালানি রক্ষায় নদীর পানিসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের বুড়িরচর গ্রামের মৃত আব্দুল মন্নান খানের ছেলে ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার, বরিশালের বাসিন্দা মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেলালসহ জাহাজের আরও এক কর্মী।

দুর্ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, নন্দিনি-২ নামের এ জাহাজটি পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করতে আসে। দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় এতে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। জাহাজে মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে চার জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে পায়রায় ভিড়ল জাহাজ

ঝালকাঠি পদ্মা অয়েল কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায়, নন্দিনী-২ জাহাজটি প্রায় ১০ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করেছিল। শনিবার বিকালে তেল খালাসে কথা ছিল। তার আগে দুপুরে ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/০২জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :