নড়াইলে গাছের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাহেরা খানম (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সারোল বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহেরা খানম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, তাহেরা বাবার বাড়ি নাওরা গ্রাম থেকে স্বামী সুজন মোল্যাকে নিয়ে ইজিবাইকে দিঘলিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সারোল বৌবাজার মোড়ে ইজিবাইক বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাহেরা আহত হন। তাহেরাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে তাহেরার স্বামী ও ইজিবাইকচালক সুস্থ আছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
(ঢাকাটাইমস/০৩জুলাই/এসএ)

মন্তব্য করুন