আ.লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: আমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ২১:২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। বলেন, ‘চলতি বছরই এই সরকারের পতনের বছর গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।’ তিনি সরকার পতনের এক দফা আন্দোলনে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

কক্সবাজার সদরে জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) আয়োজিত চট্টগ্রাম বিভাগের গুম, খুন, নির্যাতিত অসহায় ও অসচ্ছল নেতাকর্মীদের সন্তানদের শিক্ষা-উপ বৃত্তি প্রদান অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডআরএফ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন সাদা দলের নেতা অধ্যাপক লুৎফর রহমান। সঞ্চালক ছিলেন ডা. নূরুল করিম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নাজিমউদ্দিন আলম। এছাড়া কক্সবাজার জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান চৌধুরী, সাবেক এমপি লুৎফর রহমান কাজল, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামিম, শামীমা রহিম, সৈয়দ আহমেদ উজ্জল, জিসান উদ্দিন, মো. ইউনুস, সারোয়ার রহমান রুমনসহ জেডআরএফ নেতারা বক্তব্য দেন।

বক্তব্য পর্ব শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের ভুক্তভোগী নেতাকর্মীদের পরিবারের সন্তানদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ করেন আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমসহ জিআরএফ নেতারা।

(ঢাকাটাইমস/০৮জুলাই/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

এই বিভাগের সব খবর

শিরোনাম :