ঢাকা কলেজের সামনে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:৫৬ | প্রকাশিত : ১০ জুলাই ২০২৩, ১১:৪৬

ঢাকা কলেজের ফটকের সামনে রিকশা থামিয়ে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে নিউমার্কেট থানায় মামলা করেছেন এক নারী।

রবিবার সন্ধ্যায় এ মামলা করেন ভুক্তভোগী নারী। মামলা হওয়ার পরই পুলিশ ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।

সোমবার সকালে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি। তিনি বলেন, ‘রবিবার সন্ধ্যায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’

গত ২১ জুন রাত ১টার দিকে ঢাকা কলেজের ফটকের সামনে এ শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার একটি সূত্র জানায়, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। যাচাই-বাছাই চলছে।

বাদী তার অভিযোগে জানান, গত ২১ জুন রাত ১২টা ৫০ মিনিটের দিকে টিএসসি থেকে আরেক নারীসহ ব্যাটারিচালিত রিকশায় তল্লাবাগ যাচ্ছিলেন। ঢাকা কলেজের সামনে পৌঁছার পর কয়েকজন পথ আটকিয়ে বাদীর শ্লীলতাহানি করেন। এসময় স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। শ্লীলতাহনি ও ছিনতাইয়ে জড়িতরা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে অভিযোগ করেন ওই নারী।

(ঢাকাটাইমস/১০জুলাই/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

হেফাজতে নারীর মৃত্যু: র‌্যাব-১৪ অধিনায়ককে সরানো হচ্ছে?

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :