বগুড়ায় মায়ের গায়ে হাত তোলার প্রতিশোধ নিতে জসিমকে হত্যা: র্যাব

মায়ের সঙ্গে দুর্ব্যবহার এবং গায়ে হাত তোলার কারণে বগুড়ার চকলোকমানে রঙমিস্ত্রি জসিম হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। ঘটনার সঙ্গে জড়িত রাব্বীকে আটকের সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
এর আগে গত শনিবার বেলা সাড়ে ১১টায় চকলোকমান দোতলা মসজিদ মাঠে জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাব্বি। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রবিবার সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহত জসিমের স্ত্রী।
কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমরা গোয়েন্দা নজরদারি শুরু করি। পরে সোমবার সকালে কলোনীর চকলোকমান এলাকা থেকে মৃত ইসরাফিলের ছেলে রাব্বীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী আমাদের কাছে জানিয়েছে, চকলোকমান এলাকার মসজিদ মাঠে গত শুক্রবার ফুটবল খেলার সময় জসিমের পরিবারের একটি ছেলের গায়ে বল লাগে। এ নিয়ে রাব্বীর পরিবারের সঙ্গে জসিমের পরিবারের ঝগড়া হয়। ওই সময় রাব্বীর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন জসিম। এক পর্যায়ে রাব্বীর মায়ের গায়ে হাত তোলেন তিনি। রাব্বীর মাকে গালিগালাজ করায় ও গায়ে হাত তলায় তার ভেতরে জেদ চাপে। এ ছাড়াও তাদের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘদিনের রেষারেষি ছিল। এসব ঘটনার জেরে জসিমকে হত্যা করে রাব্বী। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১০জুলাই/এআর)

মন্তব্য করুন