চাঞ্চল্যকর ছিরু মোল্ল্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১৯:০৬

দুই যুগ আগে গোপালগঞ্জের মহাজন সিরাজুল হক ছিরু মোল্ল্যা হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহজাহান মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশের জঙ্গি বিরোধী বিশেষ শাখা এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার সন্ধ্যায় এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটিইউর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লার লাকসাম থানার মধ্য-লাকসাম জেনারেল হাসপাতালে একটি অভিযান চালায়। অভিযানে চাঞ্চল্যকর গোপালগঞ্জের গ্রাম্য মহাজন সিরাজুল হক ছিরু মোল্ল্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি মো. শাহজাহান মোল্যাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. শাহজাহান মোল্যা সিরাজুল হক ছিরু মোল্লা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ১৯৯৯ সালের ১৫ অক্টোবর দুপুরে জুমার নামাজ পড়ে নৌকায় বাড়ি ফেরার পথে কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক ছিরু মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে মো. শাহজাহান মোল্যাসহ ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালের ২৫ মে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ওই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি মো. শাহজাহান মোল্যাসহ পাঁচজনকে ফাঁসি, ১৭ জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

গ্রেপ্তারকৃত আসামি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। হাইকোর্ট ডিভিশন তার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখেন।

এছাড়াও শাহজাহান মোল্যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ওই মামলার পর থেকে সাত বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। অ্যান্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত মো. শাহজাহান মোল্যা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার আড়ুয়াকান্দি গ্রামের সাহেব আলী মোল্যার ছেলে।

ঢাকাটাইমস/১১জুলাই/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

হেফাজতে নারীর মৃত্যু: র‌্যাব-১৪ অধিনায়ককে সরানো হচ্ছে?

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :