সরকারবিরোধী অপপ্রচার রোধে পরিসর বাড়ল সিআইডি সাইবার মনিটরিং সেলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ১৯:০৪

নিত্য- নতুন সাইবার অপরাধ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিতে হচ্ছে পুলিশকে। এরই ধারাবাহিকতায় সরকারবিরোধী অপপ্রচার রোধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিআইডিতে সাইবার মনিটরিং সেলের কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ জুলাই) সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টেলিজেন্স এনালাইসিস, সাইবার স্পেসে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং অন্যান্য অপপ্রচারকারী চিহ্নিকরণ, সঠিক ও সত্য তথ্য প্রদান করে অনলাইনে গুজব ছড়ানো প্রতিহত করা, ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট ঘটনায় তথ্য সংগ্রহ করে অপরাধী সনাক্ত করা, অনলাইন গেমিং, অনলাইন জুয়া, ক্রেডিট কার্ড/ভিসা কার্ড জালিয়াতি, অনলাইনে গিফট প্রতারণা, নাইজেরিয়ান ফ্রড ইত্যাদি সাইবার অভিযোগ তদন্ত করে অপরাধী সনাক্ত করা, ই- কমার্স এবং এমএফএস প্রতারণা, ফেসবুক ও ইমো হ্যাকিং ইত্যাদি সংক্রান্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাইন্টিফিক তদন্ত পরিচালনা করার লক্ষ্যে সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে।

সাইবার স্পেসে কেউ সাইবার বুলিং অথবা অপরাধের শিকার হলে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/ cpccidbdpolice এবং হটলাইন নাম্বার ০১৩২০০১০১৪৮ এ যোগাযোগ করার অনুরোধ করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি (এইচআরএম) মো. মাইনুল হাসান, ডিআইজি (ফরেনসিক) মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মো. হাবিবুর রহমান, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) মো. ইমাম হোসেন, ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৩জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

কুকি-চিনের নারী শাখার ‘প্রধান সমন্বয়ক’ আটক: র‌্যাব

এই বিভাগের সব খবর

শিরোনাম :