বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে ছেলের বিয়ে

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ১৪:১৩| আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৪:২১
অ- অ+

নড়াইলে সৌদি প্রবাসী বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন ছেলে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের সৌদি প্রবাসী হাফেজ বাবুল আক্তারের ছেলে হাফেজ ইমরান হোসেন লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা এলাকায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান।

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়া দেখতে এদিন স্কুল-কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ ভিড় করেন নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে।

এদিকে হেলিকপ্টারে চড়ে বর ইমরান ও তার বাবা হাফেজ বাবুল আক্তারসহ পরিবারের চার সদস্য যান কনের বাড়িতে। লক্ষীপাশা মোল্লার মাঠে হেলিকপ্টার থেকে নেমে প্রাইভেটকারে লোহাগড়া কলেজপাড়ার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকতা শেষে আবার হেলিকপ্টারে নববধূ ঐশীকে নিয়ে বাড়িতে আসেন বর ইমরান হোসেন।

জানা গেছে, নড়াইল সদরের নিধিখোলা গ্রামের সৌদি প্রবাসী হাফেজ বাবুল আক্তার ছেলে হাফেজ ইমরান হোসেনে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিএসসির শিক্ষার্থী। তার সঙ্গে লোহাগড়ার লক্ষীপাশার মাওলানা তৈয়েবুর রহমানের মেয়ে ঐশীর প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বৃহস্পতিবার হেলিকপ্টারে আনুষ্ঠানিকভাবে কনেকে বরের বাড়িতে তুলে আনা হয়। হেলিকপ্টারে বর ও কনের আসা-যাওয়ার জন্য এক ঘন্টায় খরচ গুণতে হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা।

আরও পড়ুন: শ্রীপুরে সামান্য বৃষ্টিতেই ৭০০ মিটার সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি

বাবুল আক্তার বলেন, প্রায় ২০ বছর সৌদি আরব আছি। এ দীর্ঘ সময়ে কর্মজীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। কষ্টার্জিত টাকা উপার্জনের মাঝে ইচ্ছে ছিল আমার বড় ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবো। আনুষ্ঠানিকভাবে আমার সেই ইচ্ছাপূরণ হলো।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা