সুনামগঞ্জে ছাগলের গায়ে কাদা দেওয়ায় দুই পক্ষের সংর্ঘষ, আহত ১৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার ছাগলের গায়ে কাদা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
জানা যায়, উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুস সত্তারের একটি ছাগল প্রতিবেশি আমিনুর রহমানের বাড়ির আঙিনায় যায়। এসময় গাছের পাতা খাওয়ার কারণে ছাগলটির গায়ে কাদা লেপে দেয় বাড়ির এক শিশু। বিষয়টি জানাজানি হলে আব্দুস সত্তার ও আমিনুর রহমানের লোকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের লোকের দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে। তাৎক্ষণিক মুহুর্তে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএ)