বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
বগুড়ার আদমদিঘিতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকার খাড়ির ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী একই এলাকার জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।
আদমদিঘি থানার এসআই আলমগীর হোসেন ঢাকা টাইমসকে বলেন, খাড়ির ব্রিজের কাছে মালবাহী একটি ট্রাকের মেরামতের কাজ করছিলেন ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকে ধাকা চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মোস্তাক ও হেলপার সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত্যু। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এসএম)