পুকুরের পানিতে ভাসছিল বৃদ্ধার লাশ

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৩, ১৪:৫৬| আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৫:০১
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে হাজেরা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার হাঁসধরা গ্রামে আব্দুল বাতেনের পুকুর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

হাজেরা বেগম ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাবদুল শেখের স্ত্রী।

জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে হাজেরা ওই বাড়িতে বসবাস করছিলেন। শাবদুল শেখের মৃত্যুশোকে হাজেরা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। রবিবার ভোরে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে বাড়ির পাশে আব্দুল বাতেনের পুকুরে তার লাশ ভাসতে দেখেন।

এসময় আশপাশের লোকজন পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করেন।

মৃতের মেয়ে স্বাধীনা বেগম ও রাশেদা বেগম জানান, প্রায় বিশ বছর আগে তার বাবা মারা যান। তারা দুই বোন। তার বাবার মৃত্যুর পর থেকেই মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন: সোনাইমুড়ীতে চুরির অটোরিকশাসহ গ্রেপ্তার ২

বৃদ্ধার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার এসআই রাশেদুল ইসলাম। তিনি বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা