সিলেটের বিভাগীয় কমিশনারকে বদলি, নতুন দায়িত্বে আবু আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৩, ১৬:৪৪| আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৬:৫২
অ- অ+

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আবু আহমেদ ছিদ্দিকী।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেনকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। মোশাররফ হোসেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা। ২০২১ সালের ৭ নভেম্বর তিনি সিলেট বিভাগের কমিশনার হন।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দিকীকে। বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা