গাইবান্ধায় চার ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

গাইবান্ধার তিনটি উপজেলার চারটি ইউনিয়নে সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল আটটা থেকে ব্যালট পেপারে শুরু হওয়া ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত।
চারটি ইউনিয়নের মধ্যে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, আওয়ামী লীগের মাসুদ আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আশরাফুল ইসলাম (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান বিদ্যুৎ (মোটর সাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৫৯৫ জন।
একই উপজেলার নাকাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৪০ জন।
এ ছাড়া সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চন্ডিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অপরদিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১৪ হাজার ৫৪ জন। নাকাই ও বল্লমঝাড়ে ইউপি সদস্যের মৃত্যুজনিত কারণে উপনির্বাচন হচ্ছে।
আরও পড়ুন: বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপুর্ণ করতে পুলিশ, র্যাব আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এ ছাড়া ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টহলদল তাদের দায়িত্ব পালন করবেন।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

মন্তব্য করুন