ধামইরহাটে কৃষিঋণ মেলার উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৩:৫৭ | প্রকাশিত : ১৭ জুলাই ২০২৩, ১৩:৪৩

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে কৃষিঋণ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

জনতা ব্যাংক ধামইরহাট শাখার ম্যানেজার গৌতম কুমার মণ্ডল জানান, রোপা আমন ধান চাষ, মাছ চাষ ও গরু, ছাগল, হাঁস, মুরগি পালনের উপরে কৃষিঋণ হিসেবে জনতা ব্যাংক থেকে ৭ লাখ টাকা, সোনালী ব্যাংক পিএসসি ৮ লাখ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১ লাখ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১ লাখ ও বিআরডিবি থেকে ২০ লাখ টাকাসহ মোট ৪১ লাখ টাকা বিতরণ করা হয়।

উপস্থিতি সন্তোষজনক হওয়ায় ঋণ বিতরণের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার এস বুলবুল আহমেদ, ধামইরহাট শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আকমল হোসেন, ধামইরহাট শাখার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. এরতাজুল ইসলামসহ অনেকে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :