কার্যালয়ে ঢোকার চেষ্টায় পুলিশের বাধা, নুর আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২০ জুলাই ২০২৩, ২১:৫৩ | প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ২১:৩১

তালাবদ্ধ গণঅধিকার পরিষদের কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ঢাকা টাইমসকে জানান, তারা কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ হামলা করে। এতে তাদের অনেকেই আহত হন। প্রথমে পুলিশ নুরুল হক নুরকে অবরুদ্ধ করে নেতাকর্মীদের ওপর হামলা করে। কার্যালয়ে নুরকে অবরুদ্ধ করে রাখা হয়। দলীয় নেতাকর্মীদের রক্ষা করতে গেলে পুলিশ নুরের ওপর হামলা চালায়। এ সময় নুর মারাত্মক আহত হন। ঘটনার সময় সাংবাদিকদের নিচে নামিয়ে দেয় পুলিশ।

আবু হানিফ আরো জানান, পুলিশের লাঠিচার্জ করে নেতাদের বের করে দিয়ে কার্যালায়ে পুনরায় তালা ঝুলিয়ে দিয়েছে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ এসে লাঠিচার্জ করে। গণঅধিকার পরিষদের দুই পক্ষের মধ্যে বিবাদ ঘিরে ওই কার্যালয়ের মালিক মিয়া মশিউজ্জামানের কার্যালায়ের প্রধান ফটকে নতুন কেচিগেট লাগিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন। ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করতে চেষ্টা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দেয়নি। উল্টো তারাই আমাদের উপর হামলে পড়েছে। তারা আমাদের কার্যালয় ছাড়া করার চেষ্টা করেছে।’

সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আমরা বাকশালি সরকারের কাছে মাথানত করবো না। আমাদের চুক্তির মেয়াদ আরো ছয় মাস আছে। তাই আমাদের চুক্তি অনুযায়ী আরো ছয় মাস আমরা কার্যালয়ে থাকবো। কোনোভাবেই কার্যালয় ছাড়বো না।’

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে ঝামেলা হয়েছে শুনে পুলিশ গেছে। পুলিশের সঙ্গে তাদের কর্মীদের ধস্তাধস্তি হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :