রাজবাড়ীতে কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত

রাজবাড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৭:১৫
অ- অ+

ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

এম এ কুদ্দুসের পরিবারের আয়োজনে কুলখানীতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধি দল কুলখানিতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লাসহ অনেকে।

মরহুমের শোকাহত মাতা-পিতা, স্ত্রী ও একমাত্র কন্যাকে সান্ত্বনা দেন নূরে আলম সিদ্দিকী হক। ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম সর্বদা পরিবারটির পাশে থাকবে বলে এসময় তাদের আশ্বস্ত করেন সভাপতি।

ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান এম এ কুদ্দুসের সহধর্মিণী তানিয়া সুলতানা বিথী। এসময় দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন তিনি।

পরে মরহুমের কবর জিয়ারত করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

গত ১৫ জুলাই শনিবার সকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তকাল করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুস। দৈনিক সংবাদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। তাঁর অঙ্কিত কার্টুন বিভিন্ন সময় জনসচেতনতা তৈরির পাশাপাশি দেশে আলোড়ন তৈরি করে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা