পাঁচবিবিতে বিদেশি পিস্তল, গুলিসহ দুজন গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকালে পৌর এলাকার পশ্চিম বালিঘাটা টিঅ্যান্ডটি পাড়া থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর স্টেশন পাড়ার মৃত. আব্দুর রশিদের ছেলে মো. সুজন হোসেন (৩৫) ও একই এলাকার মৃত. আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।
আরও পড়ুন: রাত পোহালেই মাছ শিকারে সাগরে নামবেন উপকূলের জেলেরা
ওসি শাহেদ আল মামুন বলেন, পাঁচবিবি পৌর এলাকায় দুজন অস্ত্র কারবারি পিস্তল ও গুলি নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুজকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএম)

মন্তব্য করুন